My Son’s Friend Likes Me: এই মহিলা বেশ চিন্তায় রয়েছেন। তিনি বুঝতে পারছেন, ছেলের বন্ধু তাঁকে পছন্দ করছে মনে মনে। তিনি এখন কী করবেন, তা বুঝতে পারছেন না। এবার তাঁর কী করা উচিত? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।
আমি বুঝতে পারছি না আমার এখন কী করা উচিত? আমি এটা নিয়ে খুবই চিন্তায় আছি। আমায় যদি এই ব্যাপারে যদি কোনও
বিশেষজ্ঞ পরামর্শ দেন, তাহলে আপনি বেশ উপকার পাই। অনুগ্রহ করে সাহায্য করুন। সব ছবি (প্রতীকী) – istock
বিশেষজ্ঞের পরামর্শ
উত্তর দিচ্ছেন চিকিৎসক রচনা কে সিং। আমাদের লেখার জন্য ধন্যবাদ।
আমি বুঝতে পারছি, আপনি খুবই কঠিন পরিস্থিতিতে আছেন। এরকম পরিস্থিতিতে থাকলে বেশ চিন্তা হওয়াই স্বাভাবিক। তবে এই কথাও আমি আপনাকে জানাতে চাই যে, তরুণ ছেলেরা কিন্তু বয়স্ক মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করতেই পারেন। এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। সেটা রোম্যান্টিকও হতে পারে আবার যৌন আকর্ষণও হতে পারে। সেটা নির্ভর করে। কোনও কোনও ক্ষেত্রে তিনি আপনাকে শুধুই পছন্দ করেত পারেন।
কী করবেন আপনি?
এই আকর্ষণ বা ভালো লাগা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি এরকম কোনও পরিস্থিতিতে পড়েন, তাহলে আপনাকেই এর থেকে বেরিয়ে আসতে হবে। বুঝতে হবে এই ধরনের কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামাল দিতে হবে।
পরিস্থিতি কীভাবে সামাল দিতে হবে, তা বুঝতে হবে। আপনি চেষ্টা করুন, তাঁর সঙ্গে যতটা কম কথা বলা যায়। যতটা কম কথাবার্তা বলতে পারেন, ঠিক ততটাই বলুন। যখন তিনি আপনার ছেলের সঙ্গে দেখা করতে আসছেন, তখন আপনি নিজের ঘরে চলে যান। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। কিংবা আপনার ছেলেকে তাঁর সঙ্গে বাইরে পাঠিয়ে দিন। যাতে বাড়িতে কোনও রকম কথাবার্তাই না হয়।
এবার আলোচনা করব এগুলো
আপনি দেখেন যে, তারপরেও সেই ছেলেটির ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি, তাহলে আপনাকে ভাবতেই হবে। এবার অন্য পদক্ষেপ করার কথাও আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু এই অন্য পদক্ষেপ করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে, আপনি ঠিক কোন কোন কাজ করতে পারেন।
এবং আমরা আপনাকে যে যে পরামর্শ দিলাম, আগে ঠিক সেগুলোই করার চেষ্টা করুন। যদি তা না হয়, তখন নতুন করে পদক্ষেপ করার কথা ভাবতে হবে। কী কী করবেন, এবার সেগুলোই আমরা আলোচনা করব।
এরপরও পরিবর্তন আসছে না?
যদি এরপরেও ছেলেটির ব্যবহারে কোনও পরিবর্তন না আসে এবং আপনি দেখেন যে, তিনি একইরকমভাবে আপনার প্রতি বিশেষ আকর্ষণ প্রকাশ করছেন, তখন আপনাকে ভাবতেই হবে। শেষ পর্যন্ত আপনি এই কাজটা করতে পারেন। আপনি তাঁর সঙ্গে বসুন।
মুখোমুখি বসে তাঁকে সরাসরি প্রশ্ন করুন। তাঁর মনের মধ্য়ে কী চলছে সেই কথা তাঁর থেকে জানতে চান। তিনি কী উত্তর দিচ্ছেন, সেটা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। তাঁর কথায় কিন্তু তাঁকে জাজ করবেন না। ছেলেটিকে সেই আশ্বাসও দিতে হবে।
তাঁর মধ্য়ে ধারণা তৈরি হবে
এতে হয়তো তাঁর কাছে একটি পরিষ্কার ধারণা তৈরি হবে। তিনি বুঝতে পারবেন, কোনটা ঠিক বা কোনটা ভুল। তাঁর কোন কাজটা করা ঠিক হবে, সেই নিয়ে হয়তো তাঁর মধ্য়ে একটা ধারণা তৈরি হবে। তিনি যা করছেন, সেটি আদৌ ঠিক কাজ কিনা, সেই নিয়েও স্পষ্ট ধারণা তৈরি হতে পারে তাঁর মধ্য়ে। তাই তাঁকে সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাপোর্ট করুন। চেষ্টা করুন, যেন আপনার কোনও কথায় কোনওভাবেই অস্বস্তিকর পরিবেশ না তৈরি হয়।