ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত তিনজনের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আলমগীর সরকারের ছেলে রাসেল সরকার (৩৪) ও গোয়ালগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (৩২)।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গেল রবিবার বিকেল থেকে রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জাহিদ একজন কুখ্যাত ডাকাত, বিভিন্ন অপরাধে তার নামে নয়টি মামলা রয়েছে। হোগলাকান্দি গ্রামে পুলিশ তাকে আটক করতে গেলে সে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়। পুলিশও তার পিছন পিছন খালে ঝাপ দেয়। কাদাজলে মাখামাখি করে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পৃথক অভিযানে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুরান বাউশিয়া গ্রাম থেকে ৭০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল সরকারকে আটক করা হয়। একই দিন আরেকটি অভিযানে গোয়ালগাঁও গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।