মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,নভেম্বর মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ সরকার,জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা এসআই আবু ফয়সাল এবং এএসআই মফিজুল ইসলাম সরকারকে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। রবিবার সকালে চাঁদপুর পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় জেলার শেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এদিকে জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন সহ সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার ও জেলার বিভিন্ন উপজেলার থানা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে...