নাজমুল হোসেন শান্ত বলেছিলেন স্বপ্নের কথা। ক্রিকেট অনুসারীদের ভরসা কতটা ছিল সেই কথায়, তা বলা কঠিন। তবে কৌতূহল ছিল অনেকেরই। দুই ম্যাচেই সবকিছুর সমাপ্তি। বাংলাদেশ অধিনায়কের সেই স্বপ্নের কথা এখন পরিণত হয়েছে হাস্যরসে। শান্ত অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পরও বললেন, লক্ষ্য তাদের ঠিকই ছিল, তবে কাজটুকু করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগে শান্তর কথাটি বেশ আলোড়ন ফেলেছিল। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেই বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। কখনও কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে না পারা দলের জন্য এটি বড় ঘোষণাই বটে!
তার সেই কথা নিয়ে পরে চর্চা হয়েছে বেশ। সামাজিক মাধ্যমে ছিল নানামুখী আলোচনা। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর অবশ্য প্রায় সব আলোচনা একমুখীই। হাসাহাসি ও ট্রলের ঝড় বইছে।
রাওয়ালপিন্ডিতে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গ উঠল। শান্ত অটল রইলেন আগের ভাবনায়।
আমার কাছে এরকম মনে হয় না (চ্যাম্পিয়ন হওয়ার কথা বলায় দল চাপে পড়েছে)। কারণ, দলে যতগুলি ক্রিকেটার ছিল, সবাই এই স্বপ্ন নিয়েই এসেছিল। আমার মনে হয় যে, যদি বড় স্বপ্ন না-ই দেখি, তাহলে আসলে কীভাবে খেলব! এখানে তো শুধু লড়াই করতে আসিনি, জিততে এসেছি।
স্বপ্ন পূরণের পথে শুরুতেই মুখ থুবড়ে পড়ার পর নিজেদের ব্যর্থতাও মেনে নিলেন শান্ত। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ভালো কিছু করে শেষ করতে চান তারা।
হ্যাঁ, ফলাফল হয়নি। কিন্তু আমাদের দলে আমরা যারা আছি, সবসময় স্বপ্নটা বড় দেখার চেষ্টা করি। এটার জন্য স্বপ্ন দেখলেই হবে না। ওই অনুযায়ী কাজ করতে হবে। এই টুর্নামেন্টে হয়নি। পরে আরেকটি ম্যাচ আছে। সেই ম্যাচটি আমরা কীভাবে ভালো করতে পারি, এটায় মনোযোগ দেওয়া উচিত।