পরকীয়া বৈধ হওয়ার পর থেকে পরকীয়ার হার যে হারে দিন দিন বেড়ে চলেছে তাতে সমাজের এক নতুন দিকে এগচ্ছে। নারী পুরুষ নির্বিশেষে মেতে উঠেছে এই নেশায়। বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষেরা নিজেদের মানসিক চাপ অথবা অথবা সময় কাটানোর জন্য পরকীয়াকে বেছে নিয়েছেন। তবে এই সংখ্যাটা দিন দিন যে হারে বেড়ে চলেছে তাতে এক সমীক্ষা থেকে জানা গেছে কিছু কিছু বিশেষ পেশার সাথে যুক্ত মানুষেরাই পরকীয়ায় লিপ্ত হচ্ছেন বেশি হারে। চলুন তবে জেনে নিই কোন কোন পেশার সাথে যুক্ত মানুষেরা সর্বাধিক এর সাথে লিপ্ত হচ্ছেন।
১) ডাক্তার ও নার্স- এই তালিকায় সর্বপ্রথম যে পেশা রয়েছে তা হল ডাক্তার-নার্স। এক সমীক্ষা থেকে জানা গেছে ডাক্তার এবং নার্স অনেকটা সময় একসাথে থেকে কাজ করেন, তাই এর থেকে একে অপরের ওপর আকৃষ্ট হন আর সেখান থেকেই তারা অনেক সময় পরকীয়ায় লিপ্ত হন। তারা সারাদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মানসিক শান্তি পেতে এহেন কাজে লিপ্ত হন এমনটাই বলছে সমীক্ষা।
২) শিক্ষক বা প্রফেসর- শিক্ষক বা প্রফেসরা স্কুল কলেজেই সারা দিনের অনেকটা সময় কাটান। ফলে সেখান থেকে তারা এই পরকীয়ার লিপ্ত হচ্ছেন। এছাড়াও স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের প্রেম দেখে অনেকেই পরকীয়া করছেন এমনটাই বলছে সমীক্ষা।
এছাড়াও আইটি প্রফেশন, খেলোয়াড়, উকিল বা বিনোদন জগত বা টেলিভিশনের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিরা এই পরকীয়ার সাথে সবচেয়ে বেশি হারে যুক্ত হন। এছাড়াও রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি তথা রাজনীতিবিদদের বেশি হারে এই পরকীয়ায় লিপ্ত হতে দেখা যাচ্ছে।