জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা” এই শ্লোগান নিয়ে সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ অক্টোবর-২০২৪) বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রায়সাহেববাড়ী প্রাঙ্গণে পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার রায়সাহেব বাড়ী পাড়া কমিটির সভাপতি ও জেলা কমিটির প্রচার সম্পাদক শুক্লা কুন্ডুর সভাপতিত্বে পেশাজীবী নারী ও পুরুষদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, নারীর অন্তর্নিহিত শক্তিকে উন্মোচন করার জন্য সকল সামাজিক শক্তিকে একত্রিত করে সমাজমানস পরিবর্তনে রাষ্ট্র ও সমাজের ভিতর থেকে উদ্যোগ নিতে হবে। আজকের নারী তার যোগ্যতা, দক্ষতা ও সংগ্রামের মধ্য দিয়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যতটা অগ্রসর হয়েছে, সমাজ ও রাষ্ট্র এই অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য সহায়ক ভূমিকা নিয়ে আসছে না। নারী-পুরুষের ক্ষমতার সম্পর্ককে ভারসাম্য করতে, নারীর সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে, সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার প্রাপ্তিতে, সমাজের সকল প্রকার বৈষম্য বিলোপ করতে সমাজের মধ্য থেকে এখন পর্যন্ত প্রবল প্রতিরোধ দেখা যায়। নারী অগ্রসর হচ্ছে, দেশকে অগ্রসর করছে সুতরাং নারীর অগ্রগতী দেশের অগ্রগতী। আমরা নারী সমাজ বিভিন্নভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত রয়েছি। অনেকে অনেক সমস্যা মোকাবেলা করে চ্যালেঞ্জিং পেশা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা সমমজুরী থেকে অনেক সময় বঞ্চিত হই। তাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতা ও ন্যায্যতাভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনে নারীর অধিকার নিশ্চিত করতে হবে।
জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অর্চনা অধীকারী, সাংবাদিক জিন্নাত হোসেন, শিক্ষক অমল চন্দ্র রায়, শিক্ষার্থী শতাব্দী কুন্ডু, পাপড় ব্যবসায়ী সঞ্জিতা নন্দি প্রমুখ। ##