স্বদেশ কুমার মন্ডল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে প্যাকেজ অনুদান হিসেবে প্রত্যেক পরিবারকে ২০টি করে হাঁস একটি করে হাঁসের ঘর বিতরণের বিপরীতে ৬৬৫টি পরিবারকে উক্ত প্যাকেজের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস চত্বরে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, গণমাধ্যম কমীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ, সুধীজন প্রমুখ।