বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রোববার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে বিজয়ী করার লক্ষ্যে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোে কামালের বার্ত্তী বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লার সঞ্চালনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে চেয়ারম্যান প্রার্থী মাহমুদু আলম বাবু, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছামিজল খান সহ ইউনিয়ন, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আগামি ৫ জানুয়ারি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে মাঠে কাজ করার জন্য মতবিনিময় সভায় বলা হয়।
***