বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে সরকারী বই বিতরণে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় উঠে। অনেক অভিভাবক গত বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানালে টাকা নেওয়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। টাকা না দেওয়ায় ঘটনার দিন পর্যন্ত কিছু শিক্ষার্থী বই পায়নি বলেও অভিযোগ উঠে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বই দিয়ে কোন টাকা নেওয়া হয়নি তবে ২০০শত টাকা করে নেওয়া হয়েছে সেটা স্কুলের উন্নয়ন মূলক কাজের জন্য। শিক্ষার্থীরা বলেন পহেলা জানুয়ারী ২শ টাকা করে নিয়ে আমাদের বই দিয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান বিষয়টি নিয়ে ৩ জন এটিওকে তদন্তের নির্দেশ দিয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।
তানোরে রোজার প্রথম দিনেই হঠাৎ নিত্যপণ্যের দাম দ্বিগুণ
আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের দাম দ্বিগুন হয়েছে।এতে সাধারণ মানুষের নাভিশ্বাস। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, কলা...