ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ সাবেক সাংসদ মরহুম তবিবর রহমান সরদার স্মরণে অত্র শার্শা উপজেলার বারিপোতা গ্রামে আলমগীর সরকারী প্রাথমিক বিদ্যালয় অঙ্গণে দিনব্যাপি ফ্রি-মেডিকেল ক্যাম্পে এলাকার গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মরহুম তবিবর রহমান সরদার’র বড় ছেলে মাহমুদুর রহমান বরাত ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল’র আয়োজনে যশোর শহর কেন্দ্রে দড়াটানায় অবস্থিত ফ্রি-চিকিৎসা সেবাদারকারী প্রতিষ্ঠান “ম্যাক্স মেডিকেল সার্ভিসেস” এর আর্থিক সহযোগীতায় এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপি চলে এই স্বাস্থ্য সেবার কার্যক্রম। ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপ নির্ণয়ে ফ্রি-স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। চিকিৎসা পত্রের সাথে প্রত্যেক রোগীর জন্য বিনামূল্যে ২দিনের ওষুধ দেওয়া হয়েছে। ম্যাক্স ফ্রি-স্বাস্থ্য সেবা সার্ভিসের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, এমবিবিএস (স্বাস্থ্য)- হৃদরোগ, মেডিসিন, বক্ষ, এ্যাজমা ও বাতজ্বর বিশেষজ্ঞ এবং ডাঃ লাইলাতুন নাহার লোপা, এমবিবিএস (ডিইউ)- স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় অভিজ্ঞ ও সার্জন। এ ছাড়াও আরও ৩ জন এমবিবিবিএস ডাক্তার ও মেডিকেল সহকারীগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি ঐ ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪শ’ সর্ববয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।