মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে
পুড়ে ছাই হয়ে গেছে ৫ দোকান। শনিবার (৫ মার্চ) ভোররাতে
উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর ভোরের বাজারে
এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার
সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয়রা এসে
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ
দোকান মালিকরা হলো আমজাদ হোসেন বাবুলের মুদি দোকান,
মফিজুর রহমানের মুদি দোকান, নুরুল হুদার মুদি দোকান,
খোকনের চা দোকান ও হোরা মিয়ার চা দোকান। এতে নগদ ৫০
হাজার টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে
গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুদি দোকান মালিক আমজাদ
হোসেন বাবুল বলেন, আমার পাশ^বর্তী খোকনের চা দোকানের
চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার গাফিলতির কারণে এই
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা
চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার নগদ ৫০ হাজার টাকাসহ ৮
থেকে ৯ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু
হারিয়ে আমি এখন নিঃশ^।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন
কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অগ্নিকান্ডের খবর
পেয়ে আমাদের দুইটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।