লক্ষ্মীপুর জেলা জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর ঃ
লক্ষ্মীপুর জেলায় “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই শ্লোগানকে সঙ্গে নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
বক্তব্য রাখেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্রাহী প্রকৌশলী বিলকিস আক্তার। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনিসহ ইউনিয়ন পরিষদের সচিবগন উপস্থিত ছিলেন।
এর আগে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই শ্লোগান নিয়ে লড়ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।