এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় ইউপি নির্বাচনে প্রাপ্ত ভোটের আট শতাংশ ভোট না পাওয়ায়১৪ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন কমিশন।
খানসামা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আলোকঝাড়ী ইউনিয়নের লাঙল প্রতীকের আহেদা নেগম, ভেড়ভেড়ী ইউনিয়নের ঢোল প্রতীকের প্রার্থী দয়াল রায়, মোটরসাইকেল প্রতীকের এনামুল হক, ঘোড়া প্রতীকের নুরল হক সরকার, লাঙল প্রতীকের বজলুর রশিদ, টেবিল ফ্যান প্রতীকের মনসুর আলী শাহ, আংগারপাড়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের শাহ মোঃ জামাল উদ্দিন, খামারপাড়া ইউনিয়নের টেলিফোন প্রতীকের আবু বক্কর সিদ্দিক, চশমা প্রতীকের গোবিন্দ চন্দ্র রায়, ভাবকী ইউনিয়নের মটরসাইকেল প্রতীকের খায়রুন নাহার আশা, গোয়ালডিহি ইউনিয়নের ঘোড়া প্রতীকের আব্বাস আরেফিন শাহ, অটোরিকশা প্রতীকের নুরল হক, মোটরসাইকেল প্রতীকের আব্দুর রহমান ইফতি, টেলিফোন প্রতীকের রমজান আলীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।