সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই ওমরাহ যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও একই এলাকার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র সাতক্ষীরার আশাশুনি নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রতে থাকা ওমরাহ যাত্রী ফজিলা খাতুন ও আছিয়া বেগম নিহত হন। এ সময় গুরুতর আহত হন তাদের সঙ্গে থাকা গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮), তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)। আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।