মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওই কৃষকের নাম আবুল হাসেম। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মিরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেম বলেন, মিরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া বিদ্যালয়ের পূর্বপাশে একটি জমিতে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলাম। গত সপ্তাহে কিছু লাউ বিক্রিও করেছি। সোমবার সকালে লাউ তুলতে গিয়ে দেখি জমির সব লাউগাছ কে বা কারা কেটে দিয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটাতে পারে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাগর-রুনি হত্যাকাণ্ডে ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে আদালত...