বেরোবি সংবাদদাতা:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লালমনিরহাট স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের একই সেশনের সিয়াম মন্ডল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সানাউল ইসলাম ও আসমাউল হুসনা মিশু।যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিল রানা।সাংগঠনিক সম্পাদক আবির ইলাহি জুবায়ের।দপ্তর সম্পাদক বাসিরুল ইসলাম বিজয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭৫ একরের ভিতর লালমনিরহাট জেলা সমিতি একটি আবেগের নাম। সেই জেলা সমিতির সভাপতি দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। জেলা সমিতিকে এগিয়ে রাখতে নতুন নতুন কার্যক্রম ও অন্যান্য বিষয়াদি যুক্ত করার চেষ্টা করব।এজন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রোগাাম ও খেলাধুলার আয়োজন করার চেষ্টা সব সময় থাকবে। একই সাথে লেখাপড়ায় আগ্রহ ও উদ্দীপনা ধরে রাখতে আমরা চেষ্টা করব যাতে একটি উপবৃত্তি চালু করতে পারি।পরিশেষে আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার আপ্রান চেস্টা থাকবে।
সাজ্জাদুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর।