ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মোহাম্মদ সোহেল,
ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও অভ্যন্তরিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসাউল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ, নবীনদের ফুল দিয়ে বরণ, ডিসপ্লে প্রদর্শন ও ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন বলেন
শিক্ষার পাশাপাশি শারীরিক মানষিক ভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলা চিত্ত বিনোদন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা এ বিদ্যালয় শিক্ষার্থীরা অনুসরণ করে দেশের মধ্য ব্যাপক সুনাম অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই পুরস্কার বিতরণ।
মোহাম্মদ সোহেল,
ক্রাইম রির্পোটার (টাঙ্গাইল)