মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মধ্যম লুদ্দাখালী ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ছিল গ্রামীণ বিভিন্ন ধরনের খেলা এবং সমাপনী দিনে ছিল ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফুটন্ত গোলাপ ক্রীড়া সংঘের সভাপতি ও ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপাত হোসেন রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হক, সমাজসেবক আবুল হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার সোহেল, ইছাখালী ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা মাঈন উদ্দিন, পল্লী চিকিৎসক কামাল উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পাখি বাউলিয়ানা, সাহানাজ সাথী ও খায়রুল হিরক। সবশেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মিরসরাইয়ে ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া ও মেধা পুরষ্কার বিতরন
মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার...