জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচনের আপিল বোর্ড।
অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করা হয়। এ সময় বিনা প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো অভিনেত্রী নিপুণকে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এ ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।
একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে।
সোহান জানান, রবিবার এক সংবাদ সম্মেলন এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।
মাসুদুর রহমান - বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে ।জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নিপুনের লিখিত অভিযোগে আপিল বোর্ডের চেয়ারম্যান আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে দিকনির্দেশনা চান সোহানুর রহমান। পরে আপিল বিভাগের…
মাসুদুর রহমান - বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার আদালত। আজ রবিবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে রায়টি স্থগিত করে আগামী ৪ সপ্তাহ সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্যও আদেশ প্রদান করেন । আগামী ৪ সপ্তাহ পর চলচ্চিত্র শিল্পী…