গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মহান আল্লাহ ও আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা, হাসান গালিবের গ্রেফতার ও শাস্তি এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ডোমার উপজেলার সর্বস্তরের মুসলমানের ব্যানারে ডোমার শহরের রেলগেট মোড়ে মাওলানা আব্দুল হামিদ হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামরুল ইসলাম আরেফি, ছাত্রনেতা রিফাত, আলিফ, সোহেল রানা প্রমূখ। মানব বন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল নাস্তিক ও ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।