বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

গোপাল চন্দ্র রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনগণের ব্যানারে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ডোমার শহরের বাটার মোড়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট সংলগ্ন মুচির মোড়ে এসে এক সমাবেশে মিলিত হন। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ শিক্ষার্থীরা যোগ দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, পৌরসভার জামায়াতের সেক্রেটারী মো. সোহেল রানা, ডোমার রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী, অর্নব আহমেদ আলিফ প্রমূখ।
বক্তারা, ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজের বিচার দাবি করেন ‌। এসময় বক্তারা রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানোর দাবি জানান।
Exit mobile version