ইসলামপুরে যমুনার দূর্গম চর থেকে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত আটক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরের যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে আটক করা হয়। ডাকাত চাঁন মিয়া উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়া চর গ্রামের মৃত বাহাজ উদ্দিনের পুত্র।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন
Exit mobile version