কেমন আছেন তামিম ইকবাল? রাতের সর্বশেষ আপডেট কী? শরীরের কি আর কোনো অবনতি হয়নি তো? ৪৮ ঘণ্টা কিন্তু একটু ‘ক্রিটিক্যাল’ সময়। তাই চিন্তাটা বেশি। রাত গড়াতেই তামিম ভক্ত, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়ছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে খোঁজ নিয়ে জানা গেল, তামিম ইকবালের অবস্থা অপরিবর্তিত আছে। তিনি তখনো ঘুমাচ্ছিলেন।
জানা যায়, তামিম ইকবালের পুরো পরিবার-মা, স্ত্রী ও ভাই নাফিস ইকবাল এখনো সাভারের কেপিজে হাসপাতালেই অবস্থান করছেন।
মিনহাজ আরও জানিয়েছেন, আজ সোমবার রাতে তামিম ইকবালের পরিবার-পরিজন, বিশেষ করে মা, স্ত্রী আয়েশা ও বড় ভাই নাফিস ইকবাল তার কাছাকাছি থাকবেন।
সবার যদি রাতে কেপিজে হাসপাতালে জায়গা না হয়, সেক্ষেত্রে বিকেএসপিতে থাকারও ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপি থেকে কেপিজে হাসপাতাল মিনিট বিশেকের পথ।