মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘাটাইল উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ থেকে জানা যায়, বুধবার (৫ মার্চ) উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক (৫০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।