লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের মেলান্দহে থেকে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার চেয়ারম্যানরা হলেন, উপজেলার ৭নং চরবানি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’ওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্র, ৮নং ফুলকুচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার।
জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়ে বুধবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভা শেষ করে বের হওয়ার সময় মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর জানান, চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক আইন শৃঙ্খলা মিটিং উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেফতার করে।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্ট এর অভিযানে মেলান্দহ থেকে চারজন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেফতার অভিযান চলছে। তারা চার জনই আওয়ামী লীগের সাথে জড়িত। #
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলার সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষনা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী। সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৩ টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আগামী ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার আলোর বার্তা সম্পাদক সোহেল তানভীর, সাংগঠনিক পদে মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, কোষাধক্ষ পদে আব্দুল কাদের জিলানী, প্রচার ও তথ্য সম্পাদক পদে জানে আলম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জসীমউদ্দীন ইতি, কার্যনির্বাহী সদস্য পদে এনএম নুরুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুস সামাদ ও রবিউল এহসান রিপন নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন একুশে টেলিভিশন ও জনকণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি এস. এম জসিম উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুনছুর আলী। কমিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ লিটু বলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) গণমাধ্যমকর্মীদের একটি স্বাধীন সংগঠন। সংগঠনটির শুরুতেই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলাম। এরপর ২২ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হই। এবার সকল ভোটারদের ভালবাসায় আবারো একই পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছি। শুধু সংগঠনের সদস্য নয় জেলার সকল সংবাদকর্মীদের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করব।