১। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না বিশেষ করে কান্নারত কোন নারীকে ।
২। কারো কাছ থেকে টাকা নেওয়া বা দেওয়া থেকে দূরে থাকুন এমনকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে থেকে।
৩। খুব সতর্কভাবে জীবন সঙ্ঘী খুজে বের করূন। কথা দেওয়ার আগে নিজের সাথে কতটুকু মানিয়ে নেওয়া যাবে সেটা নিশ্চিত হোন।
৪। সম্পর্ক একেবারে খাটি না হওয়ার পূর্ব পর্যন্ত জীবন সংগীকে পরিবারের কারো সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত না।
৫। একা বাস করতে শিখুন। আশে পাশের মানুষ যেকোন সময় পরিবর্তন হয়ে যেতে পারে বা চলে যেতে পারে।
৬। আপনার মুল্যবান সময় শুধু আপনার উপর ব্যয় করুন এমন মানুষের উপর না যারা মুল্যহীন ।
৭। বিশ্বাসঘাতক বা চিটার এর সাথে আবার নিজের জীবনকে জড়িয়ে নিবেন না কারণ তারা আবার সেইম কাজ করবে। কারণ এগুলো তার চারিত্রিক বৈশিষ্ঠ্য ।
৮। আপনার গোপনীয় জিনিস ও আর্থিক অবস্থা গোপন রাখুন। অন্যরা জানলে তা অপব্যবহার করতে পারে।
৯। যারা লয়াল না এমন মানুষকে আপনি ক্ষমতা দিয়েন না বা শুদ্ধ করার চেষ্ঠা কইরেন না।
১০। কেউ যদি আপনাকে অসম্মান করে তার কাছ থেকে আপনি দূরে চলে যান এমনকি সে যদি আপনার পারিবারিক কেউ হয়।
১১। আপনার পরিকল্পনা এবং আপনার ব্যবসায় আপনার কাছে গোপন রাখুন।
১২। না বলতে শিখুন।
১৩। টাকা উপর্জনে মনোযোগী হওন।
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ।