মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানে ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ই মার্চ) সকালে জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, টাঙ্গাইল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এবর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইল এর মোঃ উপপরিচালক জাকির হোসেন প্রমুখ।