স্টাফ রিপোর্টার ॥ ২৪ মার্চ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মাচারী কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ ফসিউদ্দীন আহম্মেদ। প্রতিবেদন দুটির উপরে মুক্ত আলোচনা করেন সাধারণ সদস্য মোঃ আতাউর রহমান, মোঃ হালিম সরকার। শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে কণ্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটি অনুমোদন প্রদান করেন। সাধারণ সভার উদ্বোধণ করতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম বলেন, প্রবীন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা প্রজাতন্ত্রের সেবা করে অবসর গ্রহন করেছেন। তাদের এই চেয়ারে একদিন আমাকেও আসতে হবে। তাই তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে এবং তাদেরকে সম্মান করার নৈতিক দায়িত্ব আমাদের। সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য অনুরোধ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিসার সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ হাসনাত রহমান।
অরবিন্দ শিশু হাসপাতালের দুস্থ গরিব রোগীদের সহযোগিতায় যাকাত ফান্ডে অর্থ প্রদানে বিত্তশালী ব্যক্তিদের কাছে সভাপতি আব্দুস সামাদের আহবান
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরসহ সারা উত্তরবঙ্গে একমাত্র মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বেসরকারী হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালে দুস্থ্য অসহায়,...