নীলফামারীতে বাংলা ইশারা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীতে ৭ই ফেব্রুয়ারি ২০২৫ বাংলা ইশারা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টা ৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে  “এক ভূবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা” এই প্রতিপাদ্যে  বাংলা ইশারা দিবস উদযাপন উপলক্ষে জেলা শিশু পরিবার (বালক) থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়েের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন,  হাসপাতাল সমাজসেবা অফিসার নুরুন নাহার নুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার শাহজাহান আলী। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা এবং
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ সরকার।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, একজন শ্রবণ প্রতিবন্ধী, একজন বাক প্রতিবন্ধীর অভিভাবক।
Exit mobile version