বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামীলীগের সাবেক মহিলা কাউন্সিলর শিউলী নওশাদের বোন পরিচয়দানকারী আরমিন কর্তৃক বাড়ীওয়ালাকে মারধরের অভিযোগ উঠেছে। ৫ মাসের বকেয়া ভাড়া চাওয়ায় বাড়ীওয়ালা খোরশেদা বেগমকে মারধর করে বলে ওই অভিযোগে প্রকাশ। এ ঘটনায় আহত বাড়ীওয়ালা খোরশেদা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,বিবাদী আরমিন আক্তার (৪০), পিতা- আহসান উল্লাহ, সাং- সোনাকান্দা, থানা- বন্দর জেলা- নারায়ণগঞ্জ। সে গত সেপ্টেম্বর মাসের এক তারিখ আমার বাড়ির দ্বিতীয় তালার পূর্ব দিকের ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে ওঠে। ওঠার আগে নেই দুই মাসের অগ্রিম ভাড়া দেওয়ার কথা ছিল কিন্তু তার ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তাহা দিতে বিলম্ব হবে বলে। এরমধ্যে সে ফ্ল্যাট বাসা বসবাস করতে থাকে। কিছুদিনের মধ্যে তাহার কিছু অস্বাভাবিক গতিবিধির লক্ষ্য করা যায় সে এলাকার মাদকাসক্ত ছেলেদের নিয়ে ফ্লাটে আড্ডা জমায়। এর মধ্যেই পাশের ফ্ল্যাটের নগদ অর্থ, বেন্ডার, ব্যবহৃত জিনিসপত্র, ছাদের কবুতরসহ খাঁচা এবং বিভিন্ন ফ্ল্যাটের জুতা চুরি হয়। এছাড়াও আশেপাশের বাড়ি ও আমার অন্যান্য ফ্ল্যাট থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে থাকে এবং উক্ত বিবাদীর কারণে কিছু ভাড়াটিয়া বাসা ছেরে চলে যায়। ফলে মেয়ের জামাই আশরাফ রহমান তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভাড়া পরিশোধ করতে বলা হয়। এইসময় আমার মেয়ের জামাই ফ্লাইটের ডেট পড়ে যাওয়ায় সৌদি আরব চলে যায়। এরপর কয়েকবার আমি বাসা ভাড়া চাহিতে যাই, প্রত্যেক বারই সে আমার সাথে উত্তেজিত হয়ে কথা বলে। পরে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের তার কাছে পাঠালে সে জানুয়ারিতে ফ্লাট ছেড়ে দিবে বলে জানায়। কিন্তু জানুয়ারিতেও সে ফ্লাট ছাড়েনি। কিন্তু উক্ত বিবাদী এখন পর্যন্ত আমার মেয়ে জামাইয়ে বাসা ছারেনি। এভাবে পরপর যাবে যাচ্ছে বলে আমাকে হয়রানি করেছে। গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে টাকা চাওয়ায় সে ধারালো বটি নিয়ে আমাকে তেড়ে আসে এবং গালিগালাজসহ ভাড়া চাইলে কুপিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে। এরপর থেকেই এলাকার মাদকাসক্তদের জয় ভিত্তি প্রদান করতে থাকে সে নাকি ভাড়াও দেবে না এবং বাড়িও ছাড়বে। আমরা নিচের তালায় বসবাস করি। তার সূত্র ধরে বিবাদী আমাদের রাত হলে সিরির লাইট ও বাসার দরজা বাহির দিয়ে আটকিয়ে রাখে এবং মেইন গেটে ব্যাক্তি তালা ব্যবহার করে। এখন পর্যন্ত বিবাদী কাছে বাসা ভাড়া বাবদ ১৫ হাজার পাওনা আছি। এমতাবস্থায় আমার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি আমার নিকট আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সহিত আলাপ-আলোচনা করে আপনার থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করতে বিলম্ব হইল।
মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও...