এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে বাড়ির পুকুরে রাতের আধারে সুন্দরী গাছ রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গুয়াতলা গ্রামের মৃত. আলহাজ্ব মাষ্টার নূরুল ইসলাম ফকিরের পুত্র রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকিরের সাথে একই গ্রামের মৃত. আ: হাকিম ফকিরের পুত্র জসিম উদ্দিন গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ ও ষড়যন্ত্রের জের ধরে গত ৬ মে গভীর রাতে বাড়ির আঙ্গিনার পুকুরে ৭ পিচ অনুমান ১০ সিএফটি পুরানো সুন্দরী বল্মীকাঠ রেখে বনবিভাগের মাধ্যমে উদ্ধার করিয়ে মিথ্যা বন মামলায় ফাঁসানোর চেষ্টা করে।
এ ব্যাপারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আয়নাল হক জানান,রেজাউল ইসলাম ওরফে সোহাগ ফকির একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে এ অবৈধ ব্যবসার সাথে জড়িত নয়। সোহাগ ফকির প্রভাবশালী রোষানল থেকে রেহাই ও তার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। #
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।