এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মুরাদ হোসেন বিরামপুর পৌরসভার কর্মকর্তা/কর্মচারীগণের সাথে পৌরসভা কনফারেন্স সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ জুলাই-২০২৩) বিকেলে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেজবাউল হক,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু,দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ গণ।
এ সময় সূধীজন ও বিরামপুর পৌরসভার কর্মচারীর বিশদ আলোচনা হয়েছে। এ সময় কর্মকর্তা নুজহাত তাসনিম আওন বলেন,আমি নতুন ভাবে আপনাদের উপজেলায় নবাগত অফিসার হিসাবে অধিষ্ঠিত হয়েছে। আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা যথা সময়ে প্রদান করিব। এর সঙ্গে করবেন বলে জানান। এ সময় সুধীজন,পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।