ম.সোহেল,ভূঞাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট কৃ্র্তক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (২৪ফেব্রুয়ারি)বিকেলে উপজেলার ইবরাহীম খাঁ কলেজ মাঠে ভাষা শহীদ দের স্মরনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় দেশাত্মবোধক গানের সুরের মূর্ছনায় ভরে দেয় দর্শকের মন।
এ দিবসটি ঘিরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে হাতের লেখা চিত্র অঙ্কন আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ দিবসটি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটেব সভাপতি জলিল আকন্দ
মঞ্চ সঞ্চালনা করেন মোঃ আক্তার হোসেন খান
আরও উপস্থিত থাকেন সাংস্কৃতিক জোটের নেতা কর্মি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সংগীত পরিবেশন করেন পল্লী বাউল জসীমউদ্দিন সহ সাংস্কৃতিক জোটের বিভিন্ন শিল্পী বৃন্দ তবলা ও বিভিন্ন যন্ত্রে সহযোগিতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা।