মঙ্গলবার কোন এলাকায় কখন লোডশেডিং

লোডশেডিং করতে পারি। আমাদের ওয়েবসাইটে এখনও লোডশেডিংয়ের তালিকা দেওয়া হয়নি। কাজ চলছে। রাতের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন আশা করি।’

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো কাল মঙ্গলবারের (১৯ জুলাই) সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করেছে। সে অনুযায়ী কাল থেকে এক সপ্তাহ প্রতিদিনই এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অধীনে আমরা সম্ভাব্য লোডশেডিং ধরেছি ১০০ থেক ১৩০ মেগাওয়াট। সে অনুযায়ী লোডশেডিংয়ের তালিকা করা হয়েছে।’

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, ‘আমরা মোট ৮০ মেগাওয়াট সম্ভাব্য লোডশেডিং করতে পারি। ২৪ ঘণ্টায় একটা ফিডারে এক ঘণ্টা করেই লোড করা হতে পারে। আমাদের মোট ৩৩০ ফিডারে এই লোডশেডিং করা হবে।’

তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কোম্পানি এখনও কোনও তালিকা প্রকাশ করেনি।

এখনও তালিকা প্রকাশ না করার বিষয়ে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। সব মিলিয়ে আগামীকাল ৮১ মেগাওয়াটের মতো আমরা লোডশেডিং করতে পারি। আমাদের ওয়েবসাইটে এখনও লোডশেডিংয়ের তালিকা দেওয়া হয়নি। কাজ চলছে। রাতের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন আশা করি।’

নিচের লিংকে ডিপিডিসি ও ডেসকোর মঙ্গলবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকা রয়েছে।

Exit mobile version