গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মাদককে লাল কার্ড দেখিয়ে ১৪৮ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে বিএনপি থেকে প্রার্থিতার ঘোষণা করেছেন মনোনয়ন প্রত্যাশী কবি সেলিম বালা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।
শনিবার(১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখূরিয়া বাজারে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন কবি সেলিম বালা। ওই মতবিনিময় সভায় মাদককে লাল কার্ড দেখিয়ে গৌরীপুরকে মাদকমুক্ত, আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই কবি।
মতবিনিময় শেষে কবি সেলিম বালা তার অনুসারীদের নিয়ে মুখূরিয়া বাজারে গণসংযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
কবি সেলিম বালা বলেন, সাহিত্য চর্চার পাশাপাশি আমি বিএনপিকে নিয়ে কাজ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জবীন ও কর্ম নিয়ে ‘ হে কিশোর শোনো’ শিরোণামে আমার স্বরচিত কবিতায় নির্মিত ভিডিও চিত্রটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এখন রাজনীতির মাধ্যমে আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এলাকাবাসী বিশেষে করে তরুণ প্রজন্ম চায় আমি রাজনীতিতে আসি। তাই মাঠে নেমেছি।
তিনি আরো বলেন, ‘গৌরীপুর উপজেলা নানা সমস্যায় জর্জরিত। এরমধ্যে সবচেয়ে অন্যতম সমস্যা হলো মাদক। তাই মাদক মুক্ত আধুনিক ও সমৃদ্ধশালী গৌরীপুর গড়তেই মাদককে লালকার্ড দেখিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থিতা ঘোষণা করছি। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা প্রচার করে দলের পক্ষ জনমত গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি’।
আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এমন আশাবাদ ব্যক্ত করে কবি সেলিম বালা আরো বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত ১৭ বছর আন্দোলন– সংগ্রাম হয়েছে। এখন জনগনের সবচেয়ে বড় দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এবং সেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ,।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মাওলনা মো. আব্দুল হাদী খন্দকার। কবি জিল্লুর রহমান টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল ইসলাম জুয়েল প্রমুখ।