-প্রশান্ত মজুমদার
নিচে চলে গাড়ি-ঘোড়া, রিকশাওয়ালা বাজায় বেল,
মাথার উপর, ক্ষাণিক পর পর, কেবলই আসে-যায় মেট্রোরেল।
তার উপরে উড়ে বেড়ায় বাজপাখি-আর চিল,
তাই না দেখে, খোকাখুকু হাসছেরে খিলখিল।
তার উপরে আকাশেতে উড়ে যায় দেশ-বিদেশের ফ্লাইট,
ঐ সুদূরে মহাকাশে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট।
আরে এমন দৃশ্য, শুধুই কেবল, স্বপ্নে দেখা যায়!
নারে এতো স্বপ্ন নয়, তাইতো দিনের বেলাও দেখা যায়।
স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নও সত্যি সত্যি সত্যি হয়,
শেখ হাসিনার সময়॥
ব্রহ্মমুহুর্তে স্বপ্ন দেখা গেলে এক সপ্তাহের মধ্যে এমন স্বপ্ন সত্যি হয়, তবে তার আগে স্বপ্নের ফল পেতে এক মাস সময় লাগে। স্বপ্ন শাস্ত্র অনুসারে নারীদের স্বপ্নে দেখার শুভ ও অশুভ ফল হতে পারে। তাহলে চলুন আপনাদের বলি স্বপ্নে নারীদের দেখতে কেমন লাগে। হিন্দু শাস্ত্রমতে কোনও ব্যক্তি যখন কোনও স্বপ্ন দেখেন…
কথা গুলো তিতা হলেও সত্যি 👇 👉 মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ্! কি সুন্দর চাওয়া! 🙂 👉প্রতিদিন যৌন পল্লিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। কতটা হাস্যকর!☺ 👉প্রাইমারি হাইস্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বৌ হয়ে।…