এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সাথে মানানসই) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন (২০ মার্চ সোমবার) বেলা ১০ টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম এসময় তার সাথে ছিলেন।
পরে মেলা উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও সাইফুল ইসলাম হাওলাদার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় কৃষকদের উৎপাদিত নানা ধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ স্টল বসেছে। #
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।