শনিবার মিরপুরের যেসব এলাকায় গ্যাস থাকবে না

১২ ঘণ্টা  গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের পাইপ লাইনের জরুরি কাজের জন্য  শনিবার (২১ মে) প্রায় পুরো মিরপুর এলাকা, ডিওএইচএস-সহ আশপাশের এলাকায় ১২ ঘণ্টা  গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শনিবার (২১ মে) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা মিরপুর  ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩ ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর ডিওএইচএস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

Exit mobile version