মাঠে হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই খবরে দুশ্চিন্তায় ডুবে গেছে পুরো দেশ। সুস্থতা কামনা করছেন তামিমের। সেই তালিকায় আছেন শোবিজ তারকারাও।
অসুস্থতার খবর ছড়ানোর পর শাকিব খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
চিত্রনায়ক আরিফিন শুভ তামিমের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।’
ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।’ জিয়াউল হক পলাশও লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’
শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!’ তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।’
ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।’
সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকিএসপির পাশে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়।
শেষ খবর অনুযায়ী, এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়েছে। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।