সাতক্ষীরা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মশাল মিছিল করেছে যুবলীগ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা বাইপাস সড়কে মশাল মিছিল করে তারা। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান।
এর একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মিজানুর রহমান মিজানের নেতৃত্বে যুবলীগের গুটি কয়েক নেতাকর্মীকে ড. ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, সাতক্ষীরাতে এমন মিছিল হয়েছে কি না আমাদের জানা নেই। তবে হয়তো অন্য জায়গায় হয়েছে। আর সেটা সাতক্ষীরার ব্যানারে চালিয়ে দেওয়া হয়েছে।