এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ে গর্ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে ২নভেম্বর ২০২৪ রোজ শনিবার আজ শনিবার সকাল ১০টায় উপজেলা অটিচিয়ামে
৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের সাথে একযোগে বিরামপুর উপজেলা প্রশাসন এ দিবসটি পালন করেছে। এদিকে,জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বাণীতে তিনি বলেন,“ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ পালিত হচ্ছে। এ উপলক্ষে আমি দেশের সকল সমবায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”তিনি বলেন,“অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য-‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।”প্রধান উপদেষ্টা আরও বলেন,‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ,সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা,প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।’তিনি জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপস্থিত বক্তারা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে থাকেন। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়ে থাকে। সেই নিয়মকে বাস্তবায়ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বিরামপুর উপজেলা প্রশাসনের সমবায় বিভাগ বিরামপুর দিনাজপুর।
উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা (ভূমি) কমিশনার নাজিয়া নওরিন
রাকিবুল হাসান উপজেলা সমবায় অফিসার,শিশির কুমার,সাবেক বিরামপুর মহিলা কলেজের প্রিন্সিপাল,
বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল সহ সকল সাংবাদিকগণ,
বাদশা নাজ্জাসি,বিরামপুর উপজেলা
বৈষম্য আন্দোলনের ছাত্র নেতা,
উপজেলা সমবায় অন্তর্ভুক্ত সমিতির সদস্যগণ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
Post Views: 95
Like this:
Like Loading...
Related