অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণকালে ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় ওই কলেজ ছাত্রী কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকলকে আটক করে।
কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম), বয়স ১৭ জানান, রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী সে। কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুত্র ধরে বিভিন্ন সময় তাকে যৌন নিপীড়ন করতে থাকে শফিউল। এক পর্যায়ে বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসি। মঙ্গলবার বিকেলে আমার দুই সহপাঠী বান্ধবী আমার বোনের বাড়িতে আমার সাথে দেখা করতে আসে। আমাকে তারা বলেনি যে শফিউল তাদেরকে পাঠিয়েছে। আমি সরল মনে তাদের নাস্তা খেতে দেই এবং তাদেরকে বিদায় দিতে সড়কে আসি। সেখানে সড়কের অদূরে দাঁড়ানো মাইক্রোবাস দেখে আমি আর যেতে চাই নাই। এক পর্যায়ে মাইক্রোবাস থেকে শফিউল, তার স্ত্রী, ৪ বন্ধু সহ ৮ জন বের হয়ে আসলে আমি ভয়ে দৌড়ে পাশের একটি ঘরে অবস্থান নিই। সেখান থেকে তারা দরজা ভেঙ্গে মুখ চেপে ধরে আমাকে কোলে তুলে মাইক্রোবাসে তোলে। পরে কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান জানান, মেয়েটি হিন্দু সম্প্রদায়ের ও ছেলেটি মুসলিম এবং বিবাহিত। ফলে এ প্রেমের সম্পর্ক আর টিকেনি। মেয়েটিকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক না রাখায় প্রেমিক শফিউল তাকে অপহরণের চেষ্টা চালায়। এ ব্যাপারে মাইক্রোবাস সহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃত সকলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি এলাকায়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু- আরিফ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও সাধারণ সম্পাদক পদে আজকের বিজনেস বাংলাদেশের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলার সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষনা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান জিলানী। সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৩ টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আগামী ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে বিজয় টিভির প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার আলোর বার্তা সম্পাদক সোহেল তানভীর, সাংগঠনিক পদে মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসেন, কোষাধক্ষ পদে আব্দুল কাদের জিলানী, প্রচার ও তথ্য সম্পাদক পদে জানে আলম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জসীমউদ্দীন ইতি, কার্যনির্বাহী সদস্য পদে এনএম নুরুল ইসলাম, সাইদুর রহমান, আব্দুস সামাদ ও রবিউল এহসান রিপন নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন একুশে টেলিভিশন ও জনকণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি এস. এম জসিম উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুনছুর আলী। কমিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ লিটু বলেন, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) গণমাধ্যমকর্মীদের একটি স্বাধীন সংগঠন। সংগঠনটির শুরুতেই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলাম। এরপর ২২ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হই। এবার সকল ভোটারদের ভালবাসায় আবারো একই পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছি। শুধু সংগঠনের সদস্য নয় জেলার সকল সংবাদকর্মীদের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করব।