স্টাফ রিপোর্টার ॥ ২৬ ফেব্রুয়ারী বুধবার দিনাজপুর শহরের চুড়িপট্টিস্থ উৎসব কমিউনিটি সেন্টার মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে কৌশলগত অগ্রাধিকার সমূহ পাইভ জিরো প্লাস এর অবহিতকরণ মত বিনিময় সভা এবং হত-দরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা কর্মসূচী-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ তার সভাপতির বক্তব্যে বলেন, প্রতিটি শিশুর জন্য ফাইভ জিরো প্লাস বাস্তবায়ন করা প্রয়োজন। তা হলো ক্ষুদা মুক্ত, শিশুশ্রম মুক্ত, শিশুর অপুষ্টি মুক্ত, প্রতিটি শিশুর স্কুল যাওয়ার অধিকার, বাল্যবিবাহ মুক্তসহ প্লাস হিসেবে ক্লিন এবং গ্রীণ পরিবেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বসবাসযোগ্য সুন্দর ও দূষনমুক্ত দেশ গড়ে তোলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা ভ্যারেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজিবা জারিন ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে “এনাফ” ও ফাইভ জিরো প্লাস এর উপর বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো অর্ডিনেটর তানজিমুল ইসলাম ও টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট লাভলী হুড, কাজল কুমার দে, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম হতদরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে অর্থ প্রদান করতে গিয়ে বলেন, ওয়ার্ল্ড ভিশন প্রতিটি উপকারভোগীদের ব্যবসা পরিকল্পনা ও প্রশিক্ষনের মাধ্যমে ৩৭৩ জনকে ৬৮ লক্ষ ৭৫ হাজার ৮ শত ৭৫ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করছে। প্রতিজন উপকারভোগীকে ১৮ হাজার ৩ শত ৩৩ টাকা তাদের আজ প্রদান করা হচ্ছে। এটি একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর আর্থিক সহযোগিতা হত-দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু।