মোঃআশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ঢাকা’র সহযোগিতায় “নারী ভূমি অধিকার দাঁড়াই একসাথে” শীর্ষক ক্যাম্পেইনের আওতায় কমিউনিটি বেইজ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট শনিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পূর্ব কর্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারী সংগঠনের সভা প্রধান শিউলি মুর্মু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাইমুদ্দিন ও সিডিএ’র হিসাব রক্ষক তাজনিন আক্তার তন্নী। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। প্রজেক্টরের মাধ্যমে নারী অধিকার বিষয়ক উপস্থাপন করেন সিডিএ’র কর্মসূচী কর্মকর্তা (আইসিটি) আলহাজ¦ হোসেন। প্রবন্ধ পাঠ করেন গ্রাম সহায়ক শান্তনা রানী রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিনা হেমব্রম, নাঈমুল হক, শফিকুল ইসলাম, সনমনি বাসকো ও লিটন।
বক্তারা বলেন, নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। সম্পদ ও সম্পত্তিতে সম-অধিকার নিশ্চিত করতে হবে। খাস জমি বন্দবস্তে নারী প্রধান পরিবারের ক্ষেত্রে সক্ষম পুত্র সন্তান থাকার শর্ত বাতিল করতে হবে। নারী শ্রমিকদের ক্ষেত্রে মজুরী বৈষম্য বিলুপ্ত করতে হবে।