নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : বাগেরহাটে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) ত্রিবার্ষিক জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সাধারণ সভা খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে সড়ক ও জনপথ এর আই বি ভবনে গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ইঞ্জিনীয়ার মোঃ আমজাদ হোসেন শপথ বাক্য পাঠ করান। সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সনৎ কুমার সাহা, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক প্রান্ত রাহা, অর্থ সম্পাদক আনিসুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. শাহজাহান খান, চাকুরী বিষয়ক সম্পাদক সব্যসাচী রায়, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক সঞ্চিতা রানী রায় প্রমুখ।
সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধান সহ দেশ ও জাতির কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।