দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে “৮ম দিনাজপুর মাষ্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে সুখসাগর ওয়ারিয়র্স। রানার্স আপ হয়েছে রামসাগর রাইডার্স। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার চুড়ান্ত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রামসাগর রাইডার্স। জবাবে সুখ সাগর ওয়ারিয়ার্স ১ উইকেট হারিয়ে ১৬৬ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে বালুবাড়ী কিশোর সমিতি ও লাইব্রেরী এবং দিনাজপুরের সাবেক ক্রিকেট খেলোয়াড়দের আয়োজনে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে দিনাজপুর বিকেএসপির ক্রিকেট কোচ আ ই সো আনোয়ার ডিয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিকেএসপির উপ-পরিচালক হাসান মাহমুদ, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, দিনাজপুর মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারী বাবু, যুগ্ম আহবায়ক মাহবুব আলম নিশার, গৌতম গুরু, সাবেক খেলোয়ার আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ও খেলার ধারভাস্যকার ছিলেন মোঃ রফিক।
টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন সুখ সাগর ওয়ারিয়র্স দলের খেলোয়ার রক্তিম গুহ ভোলা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন রানার্স আপ দল রামসাগর রাইডার্স এর খেলোয়ার সুমন কুন্ডু।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সিনিয়র পদ্মা ফাইটারস ও সিনিয়র যমুনা হানটার্স দলকে পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।
র্যাবের বিলুপ্তি ও পুলিশসহ ৫ খাতে সংস্কারের সুপারিশ জাতিসংঘের
আওয়ামী লীগ সরকার, তৎকালীন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে...