আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার, অন্যান্য কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালি)উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,নার্গিস সরকার,বীর মুক্তিযোদ্ধা আলহ্জ্ব ওমর আলী,কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, মৎস্য অফিসার রুজিনা পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগন, সুবিধাভোগী কৃষকগন উপস্থিত ছিলেন।
Post Views: 202
Like this:
Like Loading...
Related