রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মো. আজমল হোসেন বলেছেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র বদলাতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা রেখে আসছে। এ কারণে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যত বেশি লেখালেখি হবে ক্ষমতাবানরা তত বেশি কোণঠাসা হবে। ক্ষমতার অপব্যবহার কমবে। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজমল হোসেন বলেন, একদিনেই সবকিছুর পরিবর্তন হয় না। পরিবর্তনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। আমি বিশ্বাস করি সংবাদের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। এজন্য সাংবাদিকতায় নৈতিকতা ও নীতিমালা মেনে চলার সঙ্গে দায়িত্বশীল হওয়াটা জরুরি। এসময় অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতি গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল করিম, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ স¤পাদক সরকার মাজহারুল মান্নান প্রমুখ। গত ২৮ সেপ্টেম্বর সকাল থেকে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ। প্রশিক্ষণে রংপুর মহানগরসহ আট উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সংবাদ ধারণা, সংবাদ সূচনা, সংবাদ শিরোনাম, বিভিন্ন ধরনের রিপোর্টিং ও রিপোর্ট লেখার কৌশল, সংবাদ সংগ্রহ কৌশল, গণমাধ্যমে শব্দ ও ভাষার প্রয়োগ, ফিচার, ফ্যাক্টচেক ও নিউ মিডিয়া, সাক্ষাৎকার গ্রহণের কৌশল, সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালা, অনুসন্ধানমূলক রিপোর্টের ধারণা, অনুসন্ধানমূলক রিপোর্টিং লেখার কৌশল, রিপোর্ট করতে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক, পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, বাংলাভিশনের সিনিয়র বার্তা স¤পাদক রুহুল আমিন রুশদ ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।
এস, এম শাহাদৎ হোসাইন
রংপুর বিভাগীয় প্রতিনিধি