বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের একটি গোয়াল ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে, এমন গোপন খবরে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল অফিসার ফোর্স নিয়ে গঠিত একটা চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে টেপ প্যাঁচানো ৫টি পুটলায় ১০ কেজি গাঁজা সহ তাকে আটক করে। এবিষয়ে ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে। এবং উক্ত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান রিয়েল।
পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার পুর্বে কিছু কথা বলে গেছেন বিশ্ব বিখ্যাত ডিজাইনার লেখক “ক্রিসদা রড্রিগেজ”
পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন: ১. পৃথিবীর সবচেয়ে দামী...